ছাত্রদলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ মানসিক ভারসাম্যহীন কুপিয়ে আহত

 

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালামের চাঁদের টাকা না দিতে পারায় মানসিক ভারসাম্যহীন কে কুপ আহত করেন আজ মঙ্গলবার সকালে ১১ টা সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরার বাজারে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে অনুসন্ধানে গেলেই জানান সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের তাজউদ্দিন সরদার ছেলে আঃ সালাম বর্তমান পাটকেলঘাটা থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁদার টাকা না পেয়ে মানসিক ভারসাম্যহীন মির্জাপুর গ্রামে অবসরপ্রাপ্ত আর্মি নুরুল সরদারের ছেলে অলি কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন। এলাকাবাসী আরো বলেন তার বিরুদ্ধে অনেক চাদাবাজি ও মানুষের জিম্মি করে টাকা নেওয়া ও লুটপাট করার ও অভিযোগ রয়েছে ভুক্তভোগী অনেকের সাথে কথা বলেও জানা যাবে। তাই ছাড়া অনেক অনেকেই সালামের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন দিয়েও নিরাপত্তা পাচ্ছেন না এক জন মানসিক ভারসাম্যহীন এভাবে মারা ঠিক হয়নি আসলে তিনি ক্ষমতা ব্যবহার করে এই কাজটা করেছেন আমরা চাই তার বিরুদ্ধে সিনিয়র নেতা বিন্দুর দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ সালাম সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই ফোনটা কেটে দেন

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম চন্দন কাছে জানতে চাইলে তিনি বলেন সে যদি অপকর্ম করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply