মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর থেকে নড়াইলে কাজের সন্ধানে গিয়ে রোস্তম আলী ফারাজী(৪৫) নামের এক কৃষক নিখোজ হওয়ার ঘটনা ঘটেছে। এবিষয়ে ভিকটিমের ভাইপো উপজেলার পায়রা ঘোড়াদাইড় গ্রামের মুনসুর আলী ফারাজীর ছেলে মোঃ মিজানুর রহমান ফারাজী অভয়নগর থানায় চাচাকে খুঁজে পেতে একটি লিখিত অভিযোগ করেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেলা আনুঃ ১২ টার সময় নিখোঁজ রোস্তম ফারাজী বাড়ি থেকে কৃষি কাজ করার জন্য নিজ বাড়ি থেকে নড়াইল জেলার উদ্দেশ্য বের হয়।
এরপর থেকে সে বাড়িতে ফিরে আসে নাই। ফলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকলে গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুঃ ১ টার সময় অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে মোবাইল ০১৯৭১৭০৪৭২৭ নং থেকে ভাইপো মিজানুরের কাছে ফোন করে ০১৯৬৬-৯৪০৮১৩ এ কল করে জানায় আমার চাচা মোঃ রোস্তম আলী ফারাজী নড়াইল জেলার নড়াইল থানার তুলরামপুর আমতলা নামক স্থানে এক্সিডেন্ট করেছে। তাহার শারীরিক অবস্থা গুরুতর আশংকা জনক বলে আমার নিকট ৫,২০০/- (পাঁচ হাজার দুইশত) টাকা চেয়ে বিকাশ (০১৩২৬-৪৫১৮৩০) নম্বর প্রদান করে, আমি উক্ত নম্বরে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা পাঠাইয়া দিয়া নড়াইল জেলার নড়াইল থানার তুলরামপুর আমতলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে উক্ত স্থানে পৌঁছাইয়া আমার চাচা মোঃ রোস্তম আলী ফারাজী কে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করিলেও তাহার কোন সন্ধান পাইনি।
খোঁজাখুজি অব্যাহত আছে। উপায়ন্তর না পেয়ে আমি উক্ত নম্বরে যোগাযোগ করলে উল্লেখিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। আমি ধারনা করিতেছি যে, (০১৯৭১-৭০৪৭২৭) ব্যবহারকারী অজ্ঞাত ব্যক্তি পূর্ব-পরিকল্পিত ভাবে অর্থ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে আমার চাচা মোঃ রোস্তম আলী ফারাজীকে তাহার নিকট আত্মগোপনে রাখিয়া আমার নিকট হইতে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।
নিখোঁজ রোস্তম আলী ফারাজী উপজেলার পায়রা ঘোড়াদাইড় গ্রামের মৃত ইমান আলী ফারাজীর ছেলে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, কৃষক নিখোঁজের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, তবে অভিযোগ যদি ভুক্তভোগী দিয়ে থাকেন তাহলে তদন্ত করে আইণগত পদক্ষেপ নেওয়া হবে।