দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি:-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেপুটি রেজিষ্ট্রার ড. মো. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এন্টোমলজি বিভাগের সিনিয়র প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর আবদুল লতিফ, এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিক ও সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, বাহির থেকে ভিসি আসলে ক্যাম্পাসের ভেতরে অন্তকোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে, সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, বাহিরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ, প্রশ্নফাঁস ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজে দক্ষ, সৎ, যোগ্য এবং গত সৈরাচার সরকারের দোষর নয় এমন একজন যোগ্য শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।