আবুল হাশেম রাজশাহী ব্যুরো চীফঃ
রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অপারেশন পরিচালনা করে ১। মোঃ জমসেদ নওসাদ (৫৬),পিতা-মৃত আজিজুল হক, সাং-আষাড়িয়াদহ পশ্চিমপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবংজব্দকৃত আলামত ক। হেরোইন – ২০০ গ্রাম, খ। মোবাইল-০১টি, গ। সীম-০১টি উদ্ধার করে ।
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক
ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ঢাকার উদ্দেশ্যে গমনের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান
করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি
চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে উক্ত
আসামীর পরিহিত লুঙ্গীর নীচে থাকা অপর একটি হাফ প্যান্টের পকেট হতে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন
উদ্ধার করে ।
ধৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক
ব্যবসার সাথে জড়িত। তার বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়াতে সহজেই মাদক পরিবহণ করে রাজশাহীসহ দেশের
বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
উপরোক্ত ঘটনায় পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় একটি নিয়মিত
মামলা রুজু করা হয়েছে।