কাপাসিয়া উপজেলায় কর্মস্থলে চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় ১১ ইউপি’র দায়িত্ব পেলো উপজেলার কর্মকর্তাগন

নিজস্ব প্রতিবেদক


গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে কর্মস্থলে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের দায়িত্ব পেলো উপজেলা কর্মকর্তা।
আজ বুধবার দুপর ১ টায় উপজেলা নির্বাহী অফিসার একে এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে জারীকৃত এ আদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম আজকে থেকেই শুরু হবে।


কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একে এম লুৎফর রহমান স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বর এক অফিস আদেশে লেখা আছে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার গত ১৪ আগস্ট ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০৩৯,০১৮,০০৯.২০২৪-৮৪০ নম্বর আদেশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণেকে উল্লিখিত ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হলো।


অফিস আদেশ বলা হয়েছে, এগারো ইউনিয়নের সিংহশ্রী ইউনিয়ন পরিষদে আরিফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। রায়েদ ইউনিয়ন পরিষদে রমজান আলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। টোক ইউনিয়ন পরিবদে সোহরাব রোস্তম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বারিষাব ইউনিয়ন পরিষদে এজাজ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে সানজিদা আমিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সনমানিয়া ইউনিয়ন পরিহষদে সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার। কড়িহাতা ইউনিয়ন পরিষদে রতন কুমার সেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তরগাঁও ইউনিয়ন পরিষদে এস, এম ফাতেমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদে মনির হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।চাদপুর ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। দুর্গাপুর ইউনিয়ন পরিষদে জোবায়ের আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।


বিষয়টি নিয়ে কয়েকজন ইউপি চেয়ারম্যানকে তাদের মুঠোফোনে ফোন দিলে তাদের নাম্বার বন্ধ থাকায়। তাই কোন চেয়ারম্যানদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply