সাতক্ষীরায় কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন রাকিব অটো রাইস মিলের মালিক মোঃ এবাদুল

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের ছেলে হকার থেকে কোটিপতি বনে গিয়েছে রাকিব অটো রাইস মিলের মালিক মোঃ এবাদুল সাতক্ষীরা কিনেছেন কোটি টাকার সম্পদ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা আসননগর এলাকায় গড়ে তুলেছেন রাকিব অটো রাইস মিল নামে কোটি কোটি টাকার সম্পদ পাশেও সংগ্রাম অটো রাইস মিলটাও কিনে নিয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরেই পরিচয় দেন জামাতের নেতা ।

আওয়ামী লীগ নেতাদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি থাকলেও তিনি শেখ হাসিনা পদত্যাগ করার আগেই পরিচয় দিতেন আওয়ামীলীগ নেতা শেখ হাসিনা পদত্যাগ করার পরেই তিনি পরিচয় দেন জামাত নেতা এই নিয়ে আলোচনা ঝড় উঠেছেন।

স্থানীয়রা জানান, ফুটপাতে এক সময় করতেন হকারী। বাদাম বিক্রি করে কোন মতে চলতো সংসার। সেই এবাদুল এখন সাতক্ষীরা ও আসাননগর এলাকায় রাকিব অটো রাইস মিল সহ কোটিপতি । সাতক্ষীরা পাটকেলঘাটা সহ নগরঘাটা এলাকায় করেছেন বাড়ি। গ্রামের বাড়িতে কিনেছেন একশো বিঘা জমি। তার এমন উত্থানে হতবাক হকার্সরাও। কিভাবে আলাদিনের চেরাগ হাতে পেলেন রাকিব অটো রাইস মিলের মালিক এবাদুল এমন প্রশ্নই এখন অনেকের মুখে। তারা আরো বলেন আমরা যতটুকু জানি এই এবাদুল এক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েই।আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ব্যবহার করে বিভিন্ন ব্যবসা শুরু করেন।

পাটকেলঘাটা আসাননগর রাকিব অটো রাইস মিলে করেন তিনি শেখ হাসিনা পদত্যাগ করার আগে ইবাদুল ‘তালা ও কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালা উপজেলা চেয়ারম্যান সনদ ঘোষের সাথে থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করার পরে তিনি জামাত ইসলাম দল করে বলে দাবি করেন কিন্তু অনেকের দাবি এই অবৈধ অর্থ চলে যাওয়ার জন্য তিনি জামাত ইসলাম পরিচয় দিচ্ছে এলাকাবাসী বলেন প্রশাসনিক কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে রাকিব অটো রাইস মিলের মালিক এবাদুল কাছে জানতে চাইলে তিনি টাকা আত্মসাৎ এর বিষয়টা অস্বীকার করেন জামাত ইসলামের পরিচয় দিয়ে বেড়ান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বিএনপি করি এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাই তাদের সাথে গিয়ে প্রোগ্রাম করতে হয়েছে।

Leave a Reply