সেকান্দরপুরে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার


দাগনভূঞা উপজেলার রামনগর  ইউনিয়নে মধ্যম সেকান্দরপুর এলাকায় বন্যা দুর্গতদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যেমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) মধ্যম সেকান্দরপুর এলাকায় সেকান্দরপুর প্রবাসী ফোরামের উদ্যোগে, দাগনভূঞা ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে ও মসজিদে বাইতুল্লা বগুড়ার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রায় চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। যার অধিকাংশই ছিল বয়স্ক রোগী, মহিলা এবং শিশু।

অভিজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়েছেন ইডিসি ডায়বেটিস চর্ম ও যৌন ডা. কামাল আহমেদ।

মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তারা বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর‍া হয়েছে। এখানে চর্মরোগ, জ্বর, কাশি, সর্দি ও ডায়রিয়া রোগীর সংখ্য বেশি। 

মেডিকেল উদ্বোধন অনুষ্ঠানে সেকান্দরপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক নূর নবী সবুজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শিমুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সেকান্দরপুর প্রবাসী ফোরামের উপদেষ্টা খুরশিদ আলম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, সেকান্দরপুর প্রবাসী ফোরামের স্থানীয় উপদেষ্টা এম.এ.আজিম জাহিদ ও বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল পাটোয়ারী প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply