জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার ভানাইকুশলিয়া সোনাপাড়া গ্রামের র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে ১কেজি ১শ গ্রাম গাঁজা সহ আলিম আকন্দ (৬০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আলিম ঐ গ্রামের মৃত দাইমুল্লাহের ছেলে।
র্যাব জানায়, আটককৃত আলিম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী। সে নিজ বসত বাড়িতে গাঁজা চাষ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।