কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ২ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 

একটি নোহা মাইক্রোবাসের ভেতর হতে ৭২০ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২১,৬০,০০০/- টাকা এবং নগদ ১৭,০০০/- টাকা সহ মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-পাকুড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply