শ্রীপুর উপজেলা রং-তুলির ছোঁয়ায় দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

রিপোর্টার মোঃ মোফাজ্জল হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় রাঙ্গানো হচ্ছে রং তুলি ও গ্রাফিতি আর্ট করে, এর মধ্যে আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের দেওয়াল ও রাঙ্গাচ্ছে শিক্ষার্থীরা।

আজ তিন দিন ধরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের দেওয়াল রাঙ্গাতে কাজ করেছেন। রং তুলি ও গ্রাফিতির মূল ধন বহন করেন কলেজ কর্তৃপক্ষ, এতে খুশি হয় সকল শিক্ষার্থী।

আগে কলেজের দেয়ালগুলোর দিকে তাকানো যেত না। রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে ছিল। এখন দেয়ালজুড়ে নান্দনিকতা। দেয়ালের সব নোংরা পরিষ্কার করে রংতুলির ছোঁয়ায় নান্দনিকভাবে সাজাচ্ছেন শিক্ষার্থীরা।

দলবেঁধে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তুলে ধরছেন আন্দোলনের নানা স্মৃতিপট, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে।

দেয়ালগুলোর নোংরা পরিষ্কার করে তাতে আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। দলবেঁধে দিনভর কাজ করছে শিক্ষার্থীরা। কেউ দেয়ালের পোস্টার তুলে পরিষ্কার করছে, কেউ রং করছে আবার কেউ রং তুলির আঁচড়ে ইতিহাস ও সাহসিকতার নানা শ্লোগান লিখছে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের রং- তুলির।

Leave a Reply