মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি
প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ প্রবাসীদের বিভিন্ন সঙ্কট উত্তরণের ৯ দফা দাবি জানিয়েছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।
জীবন-জীবিকাসহ নানা কারণ আর প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রিয় মাতৃভূমি ছেড়ে কোটি -কোটি বাংলাদেশি এখন প্রবাসী জীবন-যাপন করছেন। প্রবাসীদের সমস্যা ও সমাধানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের সমস্যা ও সমাধানের লক্ষে প্রবাসীদের মৌলিক ৯ দফা দাবি উর্থাপন করেছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।প্রবাসে জীবন-যাপন রক্তক্ষরণের মতো বিষয়, প্রবাসীরা সেই তীব্র ব্যথাকে উপেক্ষা করে প্রবাসী জীবন-যাপন করার পাশাপাশি নানাভাবে নিজ নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রকে সহযোগিতা করছেন।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজ দেশে-প্রবাসে নানা সমস্যায় জড়িত। প্রবাসীদের পাঠানো অর্থ আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে অথচ তার কোন প্রতিকার বা বিচার নেই।প্রবাসীরদের ৯ দফা দাবি মেনে নিতে হবে আহবান করেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদের আহবায়ক প্রবাসী আরিফ হোসেন কনক।প্রবাসী সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ ৯ দফা দাবিগুলো হচ্ছে:
১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%
২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%
৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%
৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%
- ১২ বৎসর পর অবসরে দেশে ফিরলে অবসর ভাতা দিতে হবে।
৬, সকল প্রবাসীকে “প্রবাসী” স্মার্ট কার্ড প্রদান করতে হবে।
৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্হা করতে হবে ।
৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।
৯. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে ঝৃণ দিতে হবে।
বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র,ন্যাশনাল আইডি কার্ড প্রদান,প্রবাসীদের বিনিয়োগ,
প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ২০২৪ সালের আগষ্ট মাসে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন, তাদেরকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।