স্টাফ রিপোর্টার
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০৭ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকাসক্ত ছিনতাইকারীসহ মোট গ্রেফতার=১২, উদ্ধার ১১১ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন । এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন গোয়ারী জোনাকির টেক সাকিনস্থ পাকা রাস্তার মাথায় তিন রাস্তার মোড় হইতে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। শফিকুল ইসলাম সোহেল (৩৫), পিতা-মৃতঃ সিদ্দিকুর রহমান, মাতা-সাফিয়া বেগম, সাং-গোয়ারী জোনাকির টেক, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, ২। শফিকুল ইসলাম (৩২), পিতা-মৃতঃ সিদ্দিক, মাতা-জরিনা খাতুন, সাং-পাইলাটি মধ্যপাড়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা, ৩। মোঃ নয়ন (৩৪), পিতা-খোরশেদ ঢালী, মাতা-আনোয়ারা খাতুন, সাং-মোহনা চৌরাস্তা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ হায়দার আলী (৫২), ৫। মোঃ রাজিব (২৮), উভয় পিতা-কুদ্দুছ মেম্বার, মাতা-রাফেজা খাতুন, সাং-গোয়ারী জোনাকির টেক, থানা-ভালুকা, জেলা-মযমনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলাম সোহেল (৩৫) এর বিরুদ্ধে ০৫টি মামলা, আসামী শফিকুল ইসলাম (৩২) এর বিরুদ্ধে ০৩টি মামলা এবং আসামী মোঃ নয়ন (৩৪) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে। অপর এক অভিযানে এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া মোড়লবাড়ী সাকিনস্থ জনৈক ছইকার চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ০০.২০ ঘটিকায় ১০টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোখছেদুল মমিন শুভ (২৮), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মোছাঃ মোমেনা বেগম, সাং-মাসকান্দা গনশার মোড় (যুবলীগ নেতা সুমন এর বাসার পাশে), ২। মোঃ নাঈম উদ্দিন (২৭), পিতা-আলাল উদ্দিন, মাতা-হোসনে আরা বেগম, সাং-আকুয়া মড়লপাড়া (সোহরাব সাহেবের বাসার পাশে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বযকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ মোখছেদুল মমিন শুভ (২৮)এর বিরুদ্ধে ০২টি মামলা, আসামী মোঃ নাঈম উদ্দিন (২৭)এর বিরুদ্ধে ০টি মামলা আছে। এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম সাকিনস্থ এম. কে সুপার বাসষ্ট্যান্ডের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৯.৪০ ঘটিকায় ২৬ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। মোঃ হাসান (২২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা-আছিয়া বেগম, সাং-বলাশপুর আবাসন, ২। কামরুল হাসান (৩১), পিতা-মৃতঃ মফিজ মুন্সি, মাতা-নিলুফা আক্তার, সাং-বলাশপুর আবাসন, ৩। হৃদয় (২৮), পিতা-বাবুল মিয়া, মাতা-মোছাঃ শামীমা, সাং-৯৪/এ পুরোহিতপাড়া, ৪। সেলিম (২৮), পিতা-মোঃ আসলাম, মাতা-সেলিনা, সাং-মধ্য বাড়েরা, ৫। মোঃ শাকিল (২৪), পিতা-মৃতঃ কাদির, মাতা-রওশন আরা, সাং-মাসকান্দা পলিটেকনিক খালপাড়, সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদেরগ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান (২২) এর বিরুদ্ধে ০১টি মামলা, আসামী কামরুল হাসান (৩১)এর বিরুদ্ধে ০১টি মামলা এবং আসামী হৃদয় (২৮) এর বিরুদ্ধে ০২টি মামলা আছে। উদ্ধারকৃত ১১১ গ্রাম গ্রাম হেরোইন,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।