কক্সবাজার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃত্যু

মোঃ ইকবাল মোরশেদ-স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফে ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুরশিদা আক্তার (৪৫) ওই এলাকার আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ এসময় আবুল কাশেমের পুত্র নুরুল আমিন ভুট্টো তাঁর সৎ মা খুরশিদা বেগমকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল আমিন ভুট্টোকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply