স্টাফ-রিপোর্টার
গাজীপুর মহানগর পশ্চিম জয়দেবপুর জালাল উদ্দিন মাস্টার ইনস্টিটিউট এন্ড কলেজের বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও গাজীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহিদ আহ্সান রাসেল এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ওয়াহিদা হোসেন রুপা,,এছাড়াও বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর পিএস আব্দুল হামিদ,এপিএস আবু নছর ভূঞা মাশুক,পরিকল্পনামন্ত্রীর পিও এবি এম মোস্তফা খালিদ খোকন।
শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রেীয় উপ-কমিটির সদস্য আলমগীর কবীর দোলন,নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান যুবলীগ নেতা আবু নাঈম ভূইয়া ফারুখ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন পরান,অত্র বিদ্যালয়ের পরিচালক রুজিনা জসিম, আওয়ামীলীগ নেতা মোনায়েম হোসেন ভূইয়া,ছাত্রলীগ নেতা সাজন,সহ প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ সহ অত্র এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।