টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

মানিক খান:-

গতকাল(৯ ই জানুয়ারী) মঙ্গলবার আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম,পিপিএম (বার) মহোদয়।পরিদর্শন কালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসন্ন ইজতেমাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের সকল কন্ট্রোল রুম গুলো পরিদর্শন করেন এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে ইজতেমার ময়দানের দায়িত্বরত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।মাননীয় কমিশনার মহোদয়ের পরিদর্শনকালে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর পূর্বে সচিবালয়ের এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, প্রথম পর্বের ইজতেমায় আলমী শুরাপন্থী মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নেবেন। তিন দিনব্যাপী প্রথম পর্বটি দুই ফেব্রুয়ারি শুরু হয়ে চারই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।আর নয় ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।এগারো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই পর্ব। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। রাজধানী ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে ১৯৬৭ সাল থেকে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply