
সৈয়দ সময় ,নেত্রকোনা :
বাংলাদেশের ইতিহাস রক্তের ইতিহাস আমরা ৫২ তে রক্ত দিয়েছি,৭১ এ রক্ত দিয়েছি সর্বশেষ ২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন করেছি।
এ দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এখন একটি নির্বাচনই একমাত্র পথ। যারা বলছেন পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিবেনা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী ২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধেই নির্বাচন হবে।এ নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই একমাত্র আল্লাহ ছাড়া। যারা পি আর পদ্ধতির কথা বলেন, তাদের বলছি, বাংলাদেশের সংবিধানে পি আর নামক কোন শব্দ নেই। আপনারা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ উপ-ধারা দেখুন নির্বাচন পদ্ধতি এখানে পাবেন। বাংলাদেশের জনগণ জানে ৩ শ আসনে সরাসরি ভোটে তাদের প্রার্থী নির্বাচিত করতে। ২৪ এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া সকল দলকে বলবো নির্বাচনের পথে আসুন। সরকারকে বলবো, সংবিধান পরিবর্তন ছাড়া যত ধরনের সংস্কার করা যায় অধ্যাদেশের মাধ্যমে করুন। এর অনুমতি দেশের জনগণ আপনাদের দিয়েছে।
সংবিধান সংশোধন করবে পরবর্তী নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করা যাবেনা। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। আন্দোলনে অংশগ্রহণকারী সবাই
গণতন্ত্রের স্বার্থে একটি প্লাটফর্মে আসুন।
নেত্রকোনায় দীর্ঘ ১১ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. খুরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।