গাজীপুরে কিশোর চালকের হাতে বাস, ভয়াবহ দুর্ঘটনায় বহুজন আহত

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুরের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সৃষ্টি করেছে। শুক্রবার সকালে ফ্লাইওভার থেকে নামার পথে বাসটির ব্রেক ফেল করলে একের পর এক ধাক্কায় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিল মাত্র ১৪ থেকে ১৬ বছরের এক কিশোর, যার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। আরও বিস্ময়কর তথ্য হলো—বাসটির হেলপারও ছিল মাত্র ১২ বছরের এক শিশু। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও মালিকপক্ষ অপ্রাপ্তবয়স্কদের হাতে এ ধরনের ভারী যান তুলে দেয়, যা জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজনেরও বেশি যাত্রী ও পথচারী। তাদের প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। এছাড়া আরও কয়েকজনকে গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১২ বছরের হেলপারকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিশোর চালক পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “লাইসেন্সবিহীন কিশোর চালকের হাতে বাস তুলে দেওয়াই এ দুর্ঘটনার মূল কারণ। মালিকপক্ষের অবহেলা এবং নিয়ম-নীতি অমান্য করার ফলেই আজ এমন ঘটনা ঘটেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এ ধরনের বেপরোয়া পরিবহন ব্যবস্থাপনা ও অদক্ষ চালকের কারণে এলাকাবাসী প্রায়ই ভোগান্তির শিকার হন। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Leave a Reply