কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে ২০২৫জাতীয় মৎস্য সাপ্তাহ উদযাপন হয়েছে। দেশের সমৃদ্ধি মাছের উৎপাদন বৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে
জাতীয় মৎস্য সপ্তাহ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালি,উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আরোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে সাইয়েদুল মোফাচ্ছালিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলা কালীগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, নির্বাহী অফিসার উপজেলা কালীগঞ্জ, আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ।

মাছের উৎপাদন বৃদ্ধি পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের নানামুখী পদক্ষেপে এ খাতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।পরে উপজেলার সফল ও কৃতী মৎস্য চাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply