‎শহীদ সাংবাদিক তুহিনের বাড়িতে যাচ্ছেন বিএমএসএফের প্রতিনিধি দল

‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আগামী ২৩ আগস্ট, শনিবার দুপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যাবেন।

‎প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এ সময় তারা শহীদ তুহিনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, তার কবর জিয়ারত করবেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।

‎এ উপলক্ষে ময়মনসিংহ জেলার আওতাধীন সকল উপজেলা শাখার নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‎উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে শহীদ হন সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

Leave a Reply