বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আগামী ২৩ আগস্ট, শনিবার দুপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যাবেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এ সময় তারা শহীদ তুহিনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, তার কবর জিয়ারত করবেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে ময়মনসিংহ জেলার আওতাধীন সকল উপজেলা শাখার নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে শহীদ হন সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.