সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার কলমাকান্দায় লড়ি উল্টে চালক নিলয় দাস ২০ নিহত হয়েছেন।
শুক্রবার ২০ ডিসেম্বর ভোরে কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লড়ি চালক কলমাকান্দা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছোট ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, ভোরে কলমাকান্দা থেকে বালু ভর্তি লড়ি নিয়ে ঠাকুরাকোনার দিকে যাওয়ার পথে লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় খাদে। পড়ে যাওয়া লড়ির নিচে চাপা পড়ে মারা যায় নিলয় দাস।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে লড়ি চালক নিলয়কে মৃত উদ্ধার করে কলমাকান্দায় নিয়ে আসে।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ মর্গে প্রেরণের প্রস্ততি চলছে।