লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার এক

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট


লালমনিরহাটে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করছেন গোয়েন্দা পুলিশ।

জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের, নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজার হতে অনুমান ২০০ গজ পূর্বে ছয়মাথা ঘাট যাওয়ার পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন। ঘটনার স্থান থেকে সুকৌসলে এক জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হলেন অমল বিশ্বাস (৩৫) ও পলাতক আসামী শান্ত কুমার (২২) গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজারে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

Leave a Reply