দিনাজপুরের বিরামপুরে চাঁদপুর-পলাশবাড়ী রাস্তার খোয়া নিয়ে দ্বন্দ্বে কলেজ শিক্ষকের প্রকাশ‍্যে চাকু বের করে হুমকি

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার চাঁদপুর মহল্লার মধ্য দিয়ে পলাশবাড়ী যাবার পাকা রাস্তার রিপিয়ারিং কাজে রাস্তায় বিছানো খোয়া নিয়ে প্রতিবেশিদের সাথে দ্বন্দ্বের জেরে নিজ বাড়ি থেকে বড় একটি চাকু বের করে জনসম্মুখে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ‍্যে হুমকি দেবার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পৌর শহরের কলেজ বাজার চাঁদপুর মহল্লার ভিতর দিয়ে পলাশবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার রিপিয়ারিং কাজ চলছে। এতে রাস্তার পাশে চাঁদপুর মহল্লার কয়েকজন বাসিন্দা তাদের বাড়ির সামনের অংশের রাস্তা উঁচু করার জন্য নিজেদের খরচে খোয়া কিনে এনে রাস্তায় ফেলেন।


রাস্তার উত্তর পাশের বাসিন্দা ও চড়ারহাট কলেজের প্রভাষক আজগর আলী তিনি সহ স্থানীয় বাসিন্দাদের কেনা রাস্তায় বিছানো খোয়া জোর করে নিয়ে এসে তার নিজ বাড়ীর সামনে বেশি উঁচু করে বিছিয়ে দেন। এতে স্থানীয় বাসিন্দারা তাদের সকলের ক্রয়কৃত খোয়া গুলো তুলে নিয়ে আলাদাভাবে তার বাড়ির সামনে বেশি করে উঁচু করে বিছিয়ে দেওয়া হয়েছে কেন, জানতে চাইলে তর্কাতর্কির এক পর্যায়ে প্রভাষক আজগার আলী তার বাড়ি থেকে একটি বড় চাকু নিয়ে এসে সেখানে থাকা লোকজনকে গালিগালাজ করেন এবং চাকু হাতে নিয়ে হুমকি-ধামকি দেন। এসময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেলে স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এসে বিষয়টি সমাধান করে দেন।


এবিষয়ে প্রভাষক আজগর আলীর সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে বাড়ির দরজা বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাষক আজগর আলী একজন বদ মেজাজি মানুষ। পৌরসভার আইন অনুযায়ী রাস্তার পাশে জায়গা না রেখে জোরপূর্বক তিনি বাড়ী তৈরি করেছেন। এতে এই পাকা রাস্তায় মানুষজনের চলাচলে বিঘ্নের সৃষ্টি হয় বলে জানান স্থানীয় জনসাধারণ। প্রকাশ‍্যে চাকু বের করে মানুষজনকে হুমকির বিষয়টি বিরামপুর থানার ওসি মমতাজুল হককে মুঠোফোনে জানালে তিনি বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply