ভালুকায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ 

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভালুকা উপজেলায় জামায়াত, এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকালে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে  বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।  মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঢাকার মিটফোর্ড পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে ও দুই দিন পরে মিডিয়াতে হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে”জামায়াত-শিবির, চরমোনাই , এনসিপি ও আওয়ামী দোসররা দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। হত্যাকাণ্ডের প্রধান আসামি এনসিপি’র মিছিল থেকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। কতিপয় স্বাধীনতা বিরোধী দল ও গুপ্ত সংগঠন এনসিপি’র নৈরাজ্যের দায় বিএনপি’র ওপর চাপাতে চাইছে।এটা পরিকল্পিত। একটি ব্যবসায়িক কোন্দলকে পুঁজি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেসব কটূক্তি করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এ দেশের গণতন্ত্রকামী জনগণ স্বাধীনতাবিরোধী ৭১ এর পরাজিত শক্তিকে ও আওয়ামী দোসরদের কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় মেনে নেবে না। জামায়াত-এনসিপির ও চরমোনাই এর  সন্ত্রাসী কর্মকাণ্ড পুনরায় চালু করার বাসনা এ দেশের গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে বিএনপি কোনোভাবেই সফল হতে দেবে না।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, হাজী শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু,  রুহুল আমীন, সারোয়ার জাহান এমরান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, নাসির উদ্দিন সরকার, খালেদা নার্গিস, নজরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ সুজন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল,  পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদ শুভ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সজিব, যুবদল নেতা শামীম আহমেদ, ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য হাসিব আল হানিফ, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক তানবীর হাসান শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply