দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবীব, হাকিমপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি রকিব উদ্দীন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেনসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।