দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর দেশ বরেণ্য ফার্মাকোলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল ও শেরে বাংলা হলে ঘুরে শিক্ষার্থী এবং হল প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করে হলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ভিসি। সেখানে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ভিসি’র বিনয়ী আচরণের কারণে মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
হলগুলোতে গিয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া হলগুলোর প্রভোস্টরাও সার্বিক বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী তুহিন বলেন, ভিসি স্যার আজ রাতে আমাদের হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে আসেন। এসময় আমরা আমাদের হলের বিভিন্ন সমস্যার কথা বললে স্যার সবার কথা ধৈর্য সহকার শোনেন এবং সমাধান করার আশ্বাস দেন। এটাই পরিবর্তন। এটাই মুগ্ধতা।
শেরে বাংলা হলের আকাশ নামে এক শিক্ষার্থী বলেন, যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়!
এমন বিনয়ী, নিরহংকার এবং একইসঙ্গে এরকম যোগ্য উপাচার্যই পবিপ্রবি’র শিক্ষার্থীরা চেয়েছিল।