সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় যৌথ বাহিনীর হাতে আটক

মোঃ টুটুল তালুকদার, গাজীপুর :

গাজীপুরের বাসন থানার এনএসআই প্রতিনিধির তথ্যের ভিত্তিতে চাকরিচ্যুত এক সেনা সদস্য বাসন এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল মালিকের কাছে চাঁদা দাবির সময় যৌথ বাহিনীর হাতে আটক হন। তার নাম নাজমুল হক, তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সাথিকাবাড়ী গ্রামের আবদুল মান্নানের ছেলে।

বুধবার ৮ অক্টোবর বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে নাজমুল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে রুম নেয়। এররপর তার কর্মকর্তা এক সেনা অফিসারের কথা বলে চাঁদা দাবি করে। চাকুরীচ্যুত নাজমুল হোটেল ম্যানেজারের কাছ থেকে ১৩ অক্টোবর ৩২ হাজার টাকা চাঁদাও নেয়। এরপর লোভে পরে হোটেল ম্যানেজারকে চাঁদা নেওয়া টাকা ফেরত দিয়ে ১৬ অক্টোবর সকাল ১১ টার দিকে ২ লক্ষ টাকা চাঁদা চায়। না দিলে এই হোটেলটি বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেয়।

এই গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ক্যাপ্টেন রাইয়ানের নেতৃত্বে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি চাকুরিচ্যুত এই সৈনিককে আটক করে। পরে তাকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply