সুজন রবিদাস ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ায় হযরত শাহ্ সৈয়দ আব্দুল্লা ( র: ) এর বলাই শিমুল খানকা শরীফের খাদেম হাজী মো:আ: হান্নানের অভিনন্দন

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের টগুয়া রবিদাস ও ঊষা রানী’র ছেলে সুজন রবিদাস ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার নেত্রকোনা কোর্টে
বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এ্যাফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে পবিত্র কালেমা পাঠ করে শান্তিময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুজন রবিদাস এলাকায় ভালো মানুষ হিসেবে সুপরিচিত ব্যক্তি । বর্তমানে তিনি মো: মমিনুল হক সবুজ নাম ধারণ করেন ।

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার পীর বাড়ির খেলাফত প্রাপ্ত কুতুবে
বাংলা রওশন যমীর গরীবে নেওয়াজ আওলাদে রাসুল পীরে কামিল হযরত শাহ্
সৈয়দ আব্দুল্লা ( র : ) এর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল গ্রামের খানকা শরীফের প্রধান খাদেম অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মো: আব্দুল হান্নান ও সাবেক বিডিআর সদস্য মো: জাহাঙ্গীর আলম বাবলু শাহ্ নও মুসলিম মো: মমিনুল হক সুজন কে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply