সাতক্ষীরায় পাচারের শিকার নারী ও পুরুষদের ২দিন ব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

জুলফিকার আলী,সাতক্ষীরা থেকে।। 

সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ২৯-৩০ আগষ্ট, ২০২৪ তারিখে অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরা এর কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএসস্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট-লুক্রেমবার্গ এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করেন।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ১৫ জন নারী-পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্থ নারী ও পুরুষদেরকে, তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান,স্বাস্থ্য সহায়তা,শিক্ষা সহায়তা,লাইভলিহুড সহায়তা ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।

২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক 

শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ, এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্থ হয়ে আসা শিশুদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়। অতিথি হিসাবে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- যশোর রাইটস এর ডেপুটি ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম, প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন-দেবব্রত ঢালী, মোঃ সাইফুল ইসলাম, ও যশোর রাইটস মুক্তি সাউথ এশিয়া প্রজেক্ট এর তানিয়া হাসান প্রমুখ।

Leave a Reply