সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবী ও স্বপরিবার হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের এস.এম বাসারুতুল্যাহর ছেলে এস. এম নাসির উদ্দিন (৩৩)। তিনি কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি, জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক এবং আমদানি ও রপ্তানি কারক ভোমরা স্থলবন্দর, ব্যবসা প্রতিষ্ঠানের নাম “মা এন্টারপ্রাইজ” অফিস নাজিমগঞ্জ, বাজার।
পরিত্রাণ পেতে তিনি কালিগঞ্জ থানা, সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ, মাননীয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বর্তমান দুদলী গ্রামের মৃত আনছার আলীর পুত্র মোঃ শোকর আলীসহ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্য গুলি করে ছাত্র জনতা হত্যা ও আহত ঘটনার এজাহার নামিয়ো আসামী।
শ্যামনগর থানা সহ এলাকার বিভিন্ন জায়গায় লুটতরাজকারী পূর্ব শত্রুতার জের ধরে মোঃ শোকর আলীসহ অজ্ঞাতনামা বিবাদীরা গত ইং—০৫/০৮/২০২৪ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় এস. এম নাসির উদ্দিন এর বসতবাড়ীর পাশে দাড়িয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন—জখম করবে ও বাড়ীঘর ভাংচুর, লুটপাট করবে মর্মে হুমকি দেয়।
এর পরে তিনি জানতে পারেন সন্ত্রাসীরা তার নাজিমগঞ্জ, বাজারে জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকা অফিস ভাঙচুর করতে যায়। এছাড়াও জনৈক ছোট বাবু, নাজমুল, ইউনুস, আলমগীর, করিম, রোকন, বক্কার, সিরাজুল, ফরিদ সহ বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভুক্তভোগীর পরিবারকে হত্যা সহ বিভিন্নভাবে হয়রানি করবে বলে হুমকি দিয়ে আসছে। উল্লেখ্য ভুক্তভোগীর ছোট চাচা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র এস.এম সাইফুল ইসলামকে ২০০০সালে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এখন আবার সেরকম একটা অবস্থার সৃষ্টি হওয়ায় ভুক্তভোগির পরিবার ভীতসন্ত্রস্ত হইয়া দিনরাত কাটাইতেছি। অভিযোগকারী আরো উল্লেখ করেন যে, গত ইং—০৪/০৯/২০২৪ তারিখ রাত্র ০৮.০০ ঘটিকার সময় বিবাদীরা ৫/৬ টা মোটরসাইকেল যোগে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে যেয়ে সন্ত্রাসীরা ২,০০,০০০/—(দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং বলে, আমাদের সিরাজুল ভাই পাঠিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ০১৭৮১-৫৭৪০১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করে চাঁদার টাকা না দিলে তোদের স্বপরিবারে খুন করে ফেলবো বলে চলে আসে। এমতাবস্তায় ভুক্তভোগী এস এম নাসির উদ্দিন ও তার পরিবার সাতক্ষীরা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।