সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলায় সীমান্তবর্তী এলাকা নেত্রকোণা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী সাইডুলী নদী থেকে নবজাতকের একটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও কেন্দুয়া থানা পুলিশ ।
বুধবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা নেত্রকোণা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী সাইডুলী নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ দেখতে পেয়ে খবর দেন কেন্দুয়া থানা পুলিশকে ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন অযাচিত সম্পর্কে জন্ম নেয়া শিশুটিকে ইচ্ছে করেই ফেলে রেখে গিয়েছে কেউ । তাছাড়া নবজাতক শিশুটির জন্মগত অবস্থান ও নাভীর মাতৃত্বকালীন জরায়ুর সংযুক্তি দেখেও বোঝা যায় শিশুটিকে জন্মের পরপরই নদীতে ফেলে দেয়া হয়েছে । স্থানীয় লোকজন ও পুলিশের বরাতে এমন তথ্যই ওঠে আসে ।
আশুজিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম বলেন, শুনেছি একটি শিশু বাচ্চার লাশ পাওয়া গিয়েছে । কিন্তু কোত্থেকে এসেছে কেউ বলতে পারে না ।
আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী মুঠোফোনে বলেন, আমি বলতে পারছি না । আপনার মাধ্যমেই জানতে পারলাম ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নবজাতক শিশুটির (ছেলে শিশু) পরিবারের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে ।