সহযোগিতা কামনা করছি একটি পরিবারের জীবন বাচাতে এগিয়ে আসুন, সাংবাদিক সাকিব আল হেলাল বাঁচতে চায়

টপ নিউজ প্রতিদিন ডেক্স

সাংবাদিক সাকিব আল হেলাল (৩৬) বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা,সে দীর্ঘদিন 👉 আনন্দ টিভি,👉দৈনিক আজকের কুমিল্লা,👉বিজনেস বাংলাদেশ পত্রিকা সাংবাদিকতা করছিলেন।

তার নিজের (বিকাশ নাম্বার – 01710104386)

তাঁর শরীরের দুটি কিডনি বিকলাঙ্গ হয়ে গেছে । তাঁর মা একটি কিডনি সন্তান কে দান করতে প্রস্তুত রয়েছেন
অর্থের অভাবে কিডনি ট্রান্সফার করা যাচ্ছে না,আপনাদের সকলের সহযোগিতা পেলে খুব শীঘ্রি তাঁর কিডনি ট্রান্সফারের চিকিৎসা করতে পারবে। প্রায় (৩ লক্ষ্য) টাকার প্রয়োজন তার জন্য সকলের সহযোগিতা করতে পারেন।

বর্তমানে৷ ঢাকায় শ‍্যামলীতে অবস্হিত সিকেডি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ।সম্ভব হলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।এটি তারব্যক্তিগত বিকাশ নাম্বার,বর্তমানে তার পরিবারের সদস্যদের কাছে রয়েছে।

Leave a Reply