নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় জামে মসজিদে দুঃস্কৃতি কারীরা গুলিছুড়লে গুলিটি মসজিদের লাব্রেরীর গ্লাস ভেঙ্গে পুস্তকের ভিতর গিয়ে প্রবেশ করে। এতে মুসুল্লিরা কেউ হতাহত না হলেও মসজিদে থাকা লাব্রেরীর গ্লাস ভেঙ্গে মসজিদের ক্ষতি সাধিত হয়।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ১৯ ডিসেম্বর বৃহসপ্রতিবার বিকেল ৪ টায় মসজিদ থেকে গুলিটি উদ্বার করে নিয়ে যায়। এ বিষয়ে গনমাধ্যম কর্মীদের ডেকে বৃহস প্রতিবার বিকেল তিনটায় প্রতিবাদ সমাবেশ করেন মসজিদের সভাপতি, ইমাম মোয়াজ্জেম ও স্থানীয় মুসুল্লিরা। প্রতিবাদ সভায় মসজিদে গুলিকরা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করেন তারা।
এর আগে ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি লালমিয়া মেম্বার ও বিএনপি নেতা মোসাদ্দেক প্রধানের মধ্যে তুমুল সংর্ঘষ হয়। এতে মোসাদ্দেক গ্রুপের ছোড়া গুলিতে লালমিয়া মেম্বারের ৫ সর্মথক আহত হয় এবং ১জন গুলি বিদ্বহয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এদিন বিকেল ৩ টায় মোসাদ্দেক গ্রুপের নেতৃত্বে সন্ত্রাসী কাউছার ও তার লোকেরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলো পাথারী গুলি ছুড়লে মসজিদের ভিতর থাকা লাইব্রেরীর গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এখবর এলাকায় জানা জানি হলে মুসুল্লিদের মধ্যে চরম ক্ষোভ দেখাদেয়।
এরই প্রতিবাদে মসজদি কর্তৃপক্ষ ও স্থানীয় মুসুল্লিরা সন্ত্রাসীদের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেন।