সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ , নেত্রকোনা সদরের উদ্যোগে,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শহিদুল্লাহ ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফা পারভীন রিপা’র নেতৃত্বে আজ সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।
মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি
জানিয়ে বলেন, উপসচিব পদে কোটা বাতিল ,কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন ও সকল ক্যাডারের সমতা চাই । জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপ-সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানব বন্ধন করছি । তারা আরো বলেন , আশা করি সরকার সমাজ উন্নয়নে অংশীজন হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমাদের ন্যায্য দাবি ও কর্মসূচি সমূহ মেনে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা বাস্তবায়ন করবে।
মানব বন্ধনে অংশ গ্রহণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শহিদুল্লাহ ,
জেলা কৃষি প্রজনন কেন্দ্রের
উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার সরকার ,
অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা: মো: হিদায়াতুল্লাহ , জেলা ভেটেরিনারি সার্জন ডা: মিজানুর রহমান,
নেত্রকোনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফা পারভীন রিপা , উচ্চমান সহকারী নেপাল চন্দ্র সরকার সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।