শ্রীপুরে মহাসড়ক অবরুদ্ধ করে শ্রমিকদের আন্দোলন

স্টাফ রিপোর্টার শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় শ্রমিক ছাটাই বন্ধের ও বোনাস টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রোড অবরোধ করে রাখে।


এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ২৪ আগস্ট শনিবার দুপুর ১২ থেকে ৩ পর্যন্ত শ্রীপুর উপজেলা ১ নং সিএনবি বাজার (আসপাড়া) মোড় সংলগ্ন প্যারামাউন্ট টেক্সটাইল মিলস এর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন ।
আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানিয়েছেন, শ্রমিক ছাটাই বন্ধের এবং ঈদের প্রাপ্য বোনাস, নতুন কাঠামোতে বেতন পরিষদের দাবিতে তারা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ।

বিশ্বস্ত সূত্রে জানা যায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলস প্রায় ১৭ বছর যাবত ওই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে উক্ত প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে থাকলেও প্যারামাউন্ট টেক্সটাইল মিলটি এখন বদনামের ভাগীদার হচ্ছে, এমনটি জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা ,এ বিষয়ে শ্রমিকদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন, এডমিন ম্যানেজার জনাব মাইনুদ্দিন শ্রমিক আরো বলেন মাইনুদ্দিন সাহেব এর অনিয়মের কারণে শ্রমিকদের ন্যায্য মূল্য না পাওয়ায় এ আন্দোলন করে থাকে, এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায়, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস জন্ম লগ্ন থেকে শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ নজরুল ইসলাম বিভিন্ন সময় শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য বেতন বোনাস আদায়ের লক্ষে আন্দোলন করে থাকেন, ঠিক সেই সময়ে নজরুল ইসলাম সাহেব নিজের জীবনে কথা না ভেবে প্যারা মাউন্ট টেক্সটাইল মিলস মালিক এর পক্ষ নিয়ে, শ্রমিক আন্দোলনের সময় তাদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করতে সহযোগিতা করেন, ২৪ আগস্ট ২০২৪ রোজ শনিবার শ্রমিক আন্দোলন শুরু হয় ঠিক তখনই আগের বছরের ন্যায় শ্রমিক আন্দোলন থামানোর চেষ্টা করেন, এ সময় বাংলাদেশ সেনাবাহিনী আন্দোলন এর খবর পেয়ে প্যারামাউন্ট টেক্সটাইল মিলস এর সামনে চলে আসে এক পর্যায়ে শ্রমিক আন্দোলন বাংলাদেশ সেনাবাহিনীর ধারা নিয়ন্ত্রিত হয়, এ সময় প্যারামাউন্ট টেক্সটাইল মিলস এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী ও শ্রমিক দের মাঝে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ আসে ।

এ বিষয়ে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ এস পি এস এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে সকল শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের দাবি দাওয়া বিষয় নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে।

Leave a Reply