শিক্ষার্থীদের তোপের মুখে জামালপুর আর এম বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের পদত্যাগ


জাকারিয়া আল মামুন

দুর্নীতি ও বৈষম্যের অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের “জামালপুর আর এম বিদ্যাপীঠের” প্রধান শিক্ষক মোঃ ফাইজউদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ১৮ই আগস্ট রোববার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে প্রধান শিক্ষক ফাইজউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজ।

সকাল ১১ টার দিকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে ‘দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ’, ‘দফা এক দাবি এক, ফাইজুদ্দিনের পদত্যাগ’, ‘আমাদের প্রতিষ্ঠানে দুর্নীতিবাজের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা শ্রেণিকার্যক্রমে অংশ নেয়নি। তারা বলছেন, ‘ প্রধান শিক্ষক ফাইজউদ্দিন পদত্যাগ না করা পর্যন্ত তারা শ্রেণিকার্যক্রমে অংশ নেবেন না।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক ফাইজউদ্দিন স্কুলের বিভিন্ন খাতে বিভিন্ন সময় দুর্নীতি করে যাচ্ছেন। পরীক্ষার ফি, জরিমানা ইত্যাদি কারণ দেখিয়ে তাদের কাছ থেকে নানান সময়ে দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আর প্রতিষ্ঠানে দেখতে চান না। 

পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায় এবং জামালপুরের প্রধান প্রধান সড়কে তারা অবস্থান করে রাস্তাগুলো বন্দ করে দেয়।  একপর্যায়ে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা এবং কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন স্বপন এসে পরিস্থিতি শান্ত করে।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিয়াদ চৌধুরী, মাহফুজুর রহমান, রানা সরকার, আবির আহমেদ, আবু সাঈদ অয়ন, মোঃ সাজিদ দেওয়ান, শামীমা আক্তার এসময় উনার সাথে ছিলেন। একপর্যায়ে বিকাল ৩টার দিকে সকলের উপস্থিতিতে তিনি ব্যাক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেন। উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন বলেন ফাইজুদ্দিনের পদত্যাগপত্র আমরা পেয়েছি  ইহা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

পদত্যাগকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতনসহ স্কুলের সাধারণ শিক্ষকদের সাথে অশোভন আচরণের অভিযোগ রয়েছে। স্কুল ফান্ডের টাকা, স্কুলের নিজস্ব জমিতে থাকা মার্কেটের ভাড়ার টাকার সঠিক হিসেব না দিয়ে আত্মসাৎ পুরোনো ভবনের মেরামত না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রধান শিক্ষকের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীদের আনন্দ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানা আজ তাদের ঈদের দিন। তারা প্রধান শিক্ষকের পদত্যাগে অত্যন্ত আনন্দিত।

Leave a Reply