স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে সংখ্যা লঘুদের অত্যাচারের সত্যি তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করার দায়ে দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি সিহাব উদ্দিন (টোকন)নামের এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।এ ঘটনায় সাংবাদিক সিহাব উদ্দিন(টোকন) বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,একই ইউনিয়নের ডহরশৈলা গ্রামের সমতুল্লাহ এর ৩ ছেলে রফিক(৪৫),শফিক(৫০) ও শরিফ(৩৫)।
শনিবার(২৩শে নভেম্বর-২৪)সকালে এবি ইউনিয়নে গিয়ে সাংবাদিক টোকনের সাথে কথা হলে তিনি বলেন,ডহরশৈলা এলাকায় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন করে করে আসছিল বিবাদীগনরা,এ নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে কিছু দিন আগে আমি একটি প্রতিবেদন তৈরি করে খবর প্রচার করেছি।সেই সূত্র ধরে গত ২১শে নভেম্বর-২৪ সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে ডহরশৈলা গ্রামের রবিউলের চায়ের দোকানে চা খেতে বসলে বিবাদগনরা আমাকে আকস্মিকভাবে ঘিরে ধরে এবং কিল,ঘুষি লাথি মারে।এতে আমার শরীরে কালোশিরা জখম হয়।এ অবস্থায় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আমি প্রাণে রক্ষা পায়।
পরে আমি বিষয়টি নিয়ে স্হানীয় গম্যমান ব্যাক্তিদের সাথে আলোচনা করে ঐ দিন-ই থানায় অভিযোগ দায়ের করি।থানার পুলিশ তদন্তে এসেছিল।আমি আইনের মাধ্যমে এ ঘটনার দ্রুত বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে সাথে বলতে চাইলে অভিযুক্তদের পরিবার সংবাদ কর্মীদের নিকট মুখ খুলেনি।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরুজ্জামান জানান,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।