মোঃ গোলাম রাব্বানী রুপসা প্রতিনিধি :
দীর্ঘদিন পর আজ ১১/১০/২০২৪ ইং :তারিখে, বৃহস্পতিবার সকাল ১১ টায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রুপসা – বাগেরহাট বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির পূর্ব রুপসা নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
গত ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মালিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে দীর্ঘ (১৬) বছর পর । তাহারি ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে নির্বাচনের লক্ষ্য নিয়ে। খুলনা শ্রম আদালতে দুইটি আহব্যাক কমিটি জমা হয় এটা নিয়ে অসন্তোষ এবং অস্থিরতা বিরাজ করতে থাকে সাধারণ মালিক দের মধ্যে । গত ৩ সেপ্টেম্বর বিরোধপূর্ণ দুই গ্রুপকেই শ্রম আদালত তলব করেন, এসময় উপস্থিত ছিলেন দুই গ্রুপের আহ্বায়ক ও সদস্য সচিব সহ মোট ১০ জন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার সাহেব এবং সহকারি পরিচালক শফিকুল ইসলাম। তাদের প্রচেষ্টায় দুই গ্রুপ একটি আহবায়ক কমিটিতে রূপান্তরিত হতে সম্মতি জ্ঞাপন করেন, তখন (৫)সদস্য বিশিষ্ট কমিটি করেন, আহবায়ক-মহি উদ্দিন শেখ, যথাক্রমে সদস্যরা হলেন।( ১) আনারুল ইসলাম মোল্লা,(২)সাইফুর রহমান মোল্লা,(৩) ইসমাইল হোসেন শেখ,(৪) লিটন হোসেন। পরবর্তীতে শ্রম আদালতের পরিচালক মিজানুর রহমান সাহেব নির্বাচনের জন্য দিক নির্দেশনা দেয়।
তারই ধারাবাহিকতায়, আজ সকাল ১১ টায় পূর্ব রুপসায় বাস,মালিকদের নিজস্ব কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় আহবায়ক কমিটির পাঁচজন সহ শতাধিক সম্মানিত মালিক উপস্থিত ছিলেন। সকল মালিকের মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যে ভোটার তালিকা, হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছেন নবগঠিত আহবায়ক কমিটি। আহবায়ক সহ সকল সদস্য তাদের বক্তৃতায় নির্বাচন, অবাধ-সুষ্ঠু হওয়ার জন্য আগামী তিন দিনের মধ্যে ভোটার আইডি কার্ড গাড়ির নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে হালনাগাদ ভোটার তালিকা তৈরীর জন্য।
( পূর্ব রূপসা স্ট্যান্ডে) রুপসা – বাগেরহাট বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস। মালিক সমিতির কার্যালয়ে রেফায়েত হোসেন রবির কাছে জমা দেওয়ার দিকনির্দেশনা দেন। এবং আগামী ৪৫ দিনে মধ্য নির্বাচনের জোর তাগিদ দিয়েছেন নবগঠিত আহবায়ক কমিটি। যে সকল সম্মানিত মালিক ভাইদের একাধিক গাড়ি আছে তাদের প্রতিনিধি ভোটারের নির্দেশ প্রদান করেন ।