রামপালে অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নে উপজেলা জরিপ স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন,
উপজেলা পরিসংখ্যা অফিসের জোনাল অফিসার শহিদুল ইসলাম, শুমারি সমন্বয়কারী হায়দার আলী, এসআই সাব্বির আহমেদ ,সভাপতি রামপাল প্রেস ক্লাব আতিয়ার রহমান ,সহ-সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বাগেরজেলা রামপাল প্রেস ক্লাব সিনিয়র সাংবাদিক মোঃ ইকরামুল হক রাজিব ,সাংবাদিক বাকিবিল্লাহ প্রমুখ।

এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশব্যাপী পরিচালিত অর্থনৈতিক শুমারি -২০২৩ প্রকল্পের মাঠ পর্যায়ের মূল শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply