রাজাপুর অফিসার্স কল্যান ক্লাবের পক্ষ থেকে ওসি আতাউরকে বিদায়ী সংবর্ধণা

আলামগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি,

ঝালকাঠির রাজাপুরের সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানকে উপজেলা অফিসার্স কল্যান ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউএনও রাহুল চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত ওসি আতাউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, পিআইও মামুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন ও আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন জাইকা প্রজেক্টের কর্মকর্তা ইমরান হোসেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় দফতরেরই প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply