রাজাপুরে দুপুর হলেই মাদ্রাসা ছুটি নিয়মনীতির তোয়াক্কা করেনা শিক্ষকরা

আলমগীর শরীফ,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতে মাদ্রাসা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ২ টা ১০ মিনিটে মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা গেছে মাদ্রাসা বন্ধ। জাতীয় পতাকাও নেই। অফিস ও শ্রেণিকক্ষে ঝুলছে তালা। স্থানীয়রা অভিযোগে জানায়, প্রতিদিন দুপুর হলেই মাদ্রাসা ছুটি দিয়ে দেয়া হয়। এরপর দেড়টা দুইটার দিকে মাদ্রাসায় তালা ঝুলিয়ে মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিরা চলে যান।

এছাড়া সুপার বিভিন্ন অজুহাতে যথাযথভাবে মাদ্রাসায় না থেকে উপজেলায় মিটিং ও কাজের দোহাই দিয়ে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন প্রায়ই। ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারিদের এমন উদাসিন কর্মকান্ডে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং সঠিকভাবে পাঠদানও হয় না। স্থানীয়দের ক্ষোভ মাদ্রাসাটিতে ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারিসহ মোট ১৬ জন শিক্ষক কর্মচারি মাসে ২ লাখ ৫৯ হাজার টাকা বেতন উত্তোলন করলেও দুপুরেই ছুটি দিয়ে দেয়া হয় মাদ্রাসা। অভিযোগ রয়েছে, নেই তেমন শিক্ষার্থী, যথাযথা ভাবে মাদ্রাসায় আসে না সুপারসহ শিক্ষকরা। হয় না সঠিকভাবে পাঠদান। উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার জুলফিক্কার আলী অভিযোগ অস্বীকার করে জানান, মাদ্রাসায় বিরতি না দিয়ে একবারে ২ টায় ছুটি দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই এ নিয়ম করা হয়েছে, তবে ইউএনও বা উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়নি। এছাড়াও ওই এলাকায় একটি মাহফিলের আয়োজন চলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা আলম বলেন, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাদ্রাসার পাঠদানের সময়, এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমলে নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রাজাপুরের ইউএনও ও উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি রাহুল চন্দ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply