ময়মনসিংহের পাগলা থানার নতুন বাজারের সামনে সড়কটি যেনো মরণফাঁদ

ইরাক আহমেদঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নতুন বাজারের সামনে রাস্তাটা যেনো দিন দিন মরণফাঁদে পরিনত হচ্ছে এই যেনো দেখেও দেখার কেউ নেই,অথচ প্রতিদিন অসংখ্য মানুষ সড়কটি ব্যবহার করে নিজস্ব কাজ করে যাচ্ছে।

ঢাকা-গাজিপুর-জৈনা বাজার ও কাওরাইদ হয়ে রাস্তাটি পাগলা থানার কাছ দিয়ে গফরগাঁও এবং ময়মনসিংহ গিয়ে মিশেছে।এবং ভালুকা এবং কিশোরগঞ্জের সংযোগ সড়ক।

ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায় দীর্ঘদিন ধরে রাস্তাটা ব্যপক আকার ধারণ করে বড় একটা খানা খন্দ গর্ত হয়েছে।

যার ফলে প্রতিদিন অসংখ্য মানুষ রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন,তবে যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাছাড়া বেশ কয়েকটি ইজিবাইক উল্টে গর্তে পড়েছিলো বলে জানা যায়।

উক্ত রাস্তাটির গর্ত খানা খন্দ সংস্কারের জন্য স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ কর্তৃপক্ষের বিশেষ সুদৃষ্টি কামনা করেছেন।
যাতে করে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সবার এমনটা প্রত্যাশা।

Leave a Reply