নিজস্ব প্রতিবেদক
আজ ২৩শে নভেম্বর রোজ শনিবার রাতে গুলশানে
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন জাকির হোসেন সহসভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ অসংখ্য নেতাকর্মী।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান। ১৬ই নভেম্বর রোজ শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজার সদর উপজেলার বাউঘরিয়ায় পৌঁছে তার মা-বাবার কবর জিয়ারত করেন।
সিলেটের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে কিছুদিন ব্যস্ত সময় পার করেন ২৩ই নভেম্বর রোজ শনিবার ঢাকায় এসে পৌঁছেন।
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও ঢাকার নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
মাহিদুর রহমান জানান, প্রবাসের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। স্বৈরাচার শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর থেকে অনেককেই তুলে নিয়ে যায়। যে কারণে প্রবাসে থাকাকালে মা-বাবার মৃত্যু হলেও তাদের লাশ দেখতে দেশে আসতে পারেননি তিনি।
তিনি বলেন, ভারতের তাবেদার রাষ্ট্র হিসেবে আমরা থাকতে চাই না। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে। আমরা কারও কাছে মাথানত করে রাষ্ট্র পরিচালনা করতে চাই না।
মাহিদুর রহমান বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে যারা শহিদ হয়েছেন, তাদের পক্ষে বিএনপি আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে- আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা দেওয়াসহ পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান।