বিশেষ প্রতিনিধি :-
দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করছেন
মিরপুর ১০ টাইলস মার্কেট মালিক ও কর্মচারী বৃন্দ
সোমবার ফেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়। ১টি টিম ফেনীর বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন।
এর আগে গত কয়েকদিন টাইলস সেনিটারী দোকান মালিক কর্মচারীরা শতাধিক ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের জন্য সাহায্য তহবিল সংগ্রহ করেন।
এ প্রসঙ্গে মাকসুদ আলম বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের সংকট উত্তরণে মালিক কর্মচারীর মধ্যে এ উদ্যোগে অংশগ্রহণে
জাতীয় ঐক্যের প্রতিফলন। ভবিষ্যতে এমন মানবিক প্রচেষ্টায় তারা দেশের পাশে থেকে একটি বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।