ময়মনসিংহ সিটি নির্বাচনে শেষ মুহূর্তে উত্তেজনা

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নির্বাচন কে সামনে রেখে নগরীর বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্য উওেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের সংঘর্ষ। নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতা এড়াতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি এবং র‍্যাব কাজ করে যাচ্ছে।

কোতোয়ালী পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি গভীর রাত পর্যন্ত মাঠের খোঁজ খবর নিচ্ছে। অতিরিক্ত পুলিশের টহল নগরী জুড়ে, চালিয়ে যাচ্ছে। রাখছে প্রার্থীদের উপর ও কর্মীদের উপরে নজরদারি। যে কোন অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে রাখতে আছে রিজার্ভ পুলিশ।

জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ওসি কোতোয়ালী মাইন উদ্দিন, ওসি তদন্ত, আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালি পুলিশের কয়েকটি টিম সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে মাঠে সক্রিয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।

Leave a Reply