মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর ও আহত ১

মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার

২ রা সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার নরসিংদীর মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর ও আহত একজন নিরীহ প্রতিবন্ধী।


ঘটনা স্থলে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টার সময় মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বাজারের বিএনপির অফিসে কিছু দুষ্কৃতকারী দলবল ও অস্ত্র, দা,বল্লাম, ছুরি নিয়ে আংতকিত ভাবে হামলা চালায়। বিএনপির অফিসে টানানো জিয়াউর রহমান, খালেদা জিয়ার ও তারেক রহমানের ছবি, চেয়ার টেবিল সহ আসবাপত্র ভাংচুর করে চলে যায়।

এমন ভয়ংকর ঘটনা শুনে আমরা সাংবাদিক টিম ঘটনা স্থলে সন্ধ্যায় সময় উপস্থিত হলে আমাদের চোখের সামনে লোকজন নিয়ে দ্বিতীয় দফায় আবার হামলা চালায় ও ভাঙচুর করে। খুজ নিয়ে জানা যায় রতনের ছেলে বাক প্রতিবন্ধী হিমেল দায়ের কোপে গুরুতর আহত হয় এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আমরা সাংবাদিক বৃন্দ কোনরকম নিরাপদে ঘটনা স্থল ত্যাগ করি।

আমরাও খুব আতংকে ছিলাম আমাদের সামনে দিয়ে দেশী অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষ বেঁধে যায়। এতে একজন মারাত্মক ভাবে আহত হয়। জনসাধারণ কঠিন আতংকে মাঝে খিদিরপুর বাজারের অবস্থান করছে।
সকল জনসাধারণের দাবি দুষ্কৃতকারিদের প্রতিহত করুন।


নিজেরদের রাজনীতি মহড়ায় জনসাধারণের ভোগান্তি ও বিএনপির অফিস ভাঙ্গচুর এটা কোন সভ্য জাতি কখনো কামনা করেনা। এখানে দল ও দেশের মানুষের অস্তিত্বে মাঝে হানা দিয়েছে। তাই আমাদের জোরালো দাবি আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।

Leave a Reply