মনোহরদীতে বকুল গ্রুপের হামলায় আহতদের দেখতে আসেন নরসিংদী জেলা হাসপাতালে লেঃ কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন

মোঃ মোবারক হোসেন নাদিমস্টাফ রিপোর্টার,

গত ১১ সেপ্টেম্বর ২০২৪ ইং বুধবার দুপুর ১১: ঘটিকার সময় মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) জয়নুল আবেদীনের নেতা কর্মীদের উপর আতঙ্কিত হামলা করেন-
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর মামাতো- ফুফাতো ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বৈরাচার আওয়ামী লীগ সমর্থক সরদার সাখাওয়াত হোসেন বকুল গ্রুপের সন্ত্রাসীরা, বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীনের রাজপথের লড়াকু সৈনিক, নেতা কর্মীদের উপর নির্বিচারে আতঙ্কিত হামলায় নয়জন গুরুতর আহত হয়েছে।

আহতরা ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ভর্তির খবর পেয়ে অদ্য ১৩ই সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নেতা কর্মীদের খোঁজখবর নিতে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন,

কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ,
মনোরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রায়হান উদ্দিন শিপন,
মনোহরদী উপজেলা যুবদল নেতা মোঃ কাউছার মোল্লা,
মনোরদী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ অলিউল্লাহ,ছাত্র নেতা মান্না দাস চৌধুরী উজ্জ্বল ছাত্র নেতা শাওন সহ বিএনপি’র প্রবীণ নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।


আহতরা হলেন-
১। মোবারক হোসেন নাদিম (৪০) বাংলাদেশ জাতীয়তাবাদী জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা তরুণ দলের সভাপতি ও নরসিংদী জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মোবারক হোসেন (নাদিম)
২।মোঃ মাহফুজ মেম্বার(৩৫) শুকন্দী ইউপি সদস্য
৩। মোঃ সাদ্দাম হোসেন,(২২) যুগ্ন সম্পাদক স্বেচ্ছাসেবক দল মনোয়ারদী উপজেলা, নরসিংদী
৪। মো: তন্নয়(১৮) বিএনপির কর্মী
৫। সাব্বির মিয়া (২৮)
৬। জুয়েল মিয়া (৩২)
৭। মো: সচিব (১৮)
৮।সাইফুল ইসলাম (৬০) সভাপতি,
সাবেক শ্রমিক দল মনোহরদী উপজেলা নরসিংদী।

জয়নুল আবেদীন বলেন- নরসিংদী- ৪ মনোহরদী-বেলাব উপজেলায় ভূমিদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, খুনি, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের ঠাঁই হবে না। দুষ্কৃতিকারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যদি আমাকে দল থেকে মনোনয়নপত্র দেয়, আমি মনোহরদী-বেলাব উপজেলা দুঃখী মানুষের পাশে দাড়িয়ে জনগণের উন্নয়নমূলক সেবা ও কাজ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply