মত বিনিময়ে চেয়ারম্যান রশীদ দৌলতি পটিয়ার  ছনহরা ইউনিয়নে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে হবে  

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স  ইউনিয়নের  চলমান  সার্বিক  পরিস্থিতি ও অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যা মোকাবেলার প্রস্তুতি  নিয়ে এক মত বিনিময় সভা গতকাল দুপুরে চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশীদ দৌলতির সভাপতিত্বে অনুষ্টিত হয়। 

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহীন আকতার, শফিউল আলম দৌলতি, জাইদুল হক আবুল হোসেন আলমদার, আজাদ তালুকদার, মেম্বার  জাহেদুল হক, ফাতেমা বেগম মেম্বার, মোঃ ইকবাল মেম্বার, সাইফু মেম্বার, আবু তাহের, সেকান্দর তালুকদার, তৈমুর চৌধুরী, ফরিদুল আলম, নাজিম উদ্দিন, আহমেদ ছফা,মুন্সি সিকদার,  মহিম উদ্দিন, মো: জয়নাল আবেদীন, মহি উদ্দিন, নাজিম উদ্দিন, ফরমান মিয়া,মোঃ শফি, ওমর ফারুক প্রমূখ। 

এতে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশীদ দৌলতি বলেন,পটিয়ার মধ্যে ছনহরা ইউনিয়ন একটি অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত মডেল ইউনিয়ন। এখানে সব ধর্ম বর্ণ ও রাজনৈতিক দলের মানুষ

রয়েছে। সবাই পরস্পর ভাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতির

মধ্য দিয়ে যুগ যুগ ধরে সহ অবস্থান করে থাকে। 

দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে ও আমরা এখানে পরস্পর সহ অবস্থানের মাধ্যমে এ ইউনিয়নকে শান্তির আবাস ভূমিতে পরিণত করতে চাই।তিনি বলেন, বিগত সময়ে আমি ও বিএনপি পরিবারের নেতাকর্মীরা শুধু বিএনপির রাজনীতির সাথে যুক্ত  থাকায় একাধিক সাজানো ও মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছিলাম।আজ

আমাদের সামনে সুদিন, তাই আমরা প্রতিহিংসার বর্শবতী হয়ে প্রতিশোধ নয়, বরং,সহাবস্থানের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ ধারন করে  আমাদের ইউনিয়নকে একটি অহিংস ওসকলের জন্য বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালিত একটি পবিত্র 

স্থানীয় সরকার পরিষদ। আমরা এ পরিষদকে সব সময় রাজনীতির উর্ধ্বে স্থান দিয়ে এসেছি। তিনি এ ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি  রাজনৈতিক শিষ্টাচার মেনে সরকারি কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন আমি আপনাদের সন্তান। আজ সরকারি সিদ্ধান্তে পটিয়ার ১৭ ইউনিয়নের মধ্যে একমাত্র আমিই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তাইআমি সরকার ও  প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, এ ইউনিয়নে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি শ্রীমতির ৪ স্পটে ভাঙ্গনের কারণে বন্যার আশংকা দেখা দেওয়ায় তা মোকাবেলায় ও সকলের সাথে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply