ভূমি দস্যুদের কাছে জমির মালিকরা অসহায়


গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর ৮নং বোয়ালি ইউনিয়নের ৭নং ওয়ার্ড নশরৎপুর মোঃ আনিছুর রহমান (৪০) পিতা মৃত মকবুল হোসেন।
আসিমী জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ছকু মিয়া (৬০) পিতা মৃত ছবির উদ্দিন, মোছাঃ রওশন আরা বেগম। (৫৫) স্বামী মোঃ ছকু মিয়া, মোঃ খুশি মিয়া (৩৫) পিতা মোঃ ছকু মিয়া ,, আনিছুর রহমান ছোটবেলা থেকে

নানা বাড়ীতে বসবাস করে আমার পিতা মৃত্যুতে পরথেকে। আমি নানা বাড়ীতে বসবাস করে এর সুযোগে জমি তাহাদের ভোগ দখলে নেয়। আমি সাবালক হওয়ার পর জমি বুঝিয়া চাইলে আজ দিবে কাল দিবে বলিয়া তালবাহানা করে এই ব্যাপারে একাধিকবার সালিশ বৈঠক করে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশিল সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানার ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়, ভূমি আইন বাস্তবায়নে বেশ কিছু আইন পাশ হয়েছে। যারা খাস জমি দখলের পায়তারা করবে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

-গাইবান্ধা, মৌজা-নশরৎপুর, জেএল নং-৮৭, খতিয়ান নং-৮১, ১১, ১৪, দাগ নং-১৬৭১, ১৮৮২, ২২১৪, ২২১৫, ১৬৭৮, এই সকল দাগে মোট জমি-২৫ শতক, যাহা ১৬৭১ দাগে ২২ শতক ও ১৬৭৮ দাগে ০৩ শতক ভোগ দখল।

Leave a Reply