ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- 

ময়মনসিংহের ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। 

শনিবার দুপুরে ভালুকা পৌর কার্যালয়ের সামনে ও  উপজেলার ধীতপুরের গ্রামের বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সানা উল্যাহ রাজাপুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা ফকির মামুন, সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ ।

 এ সময়, 

আনোয়ার আজিজ টুটুল বলেন, নিজ গ্রাম ও পৌরএলাকার ২৫০ জন ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে।

Leave a Reply